ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ছুটি থেকে ফেরার পথে ওবামা

আমাদের কাজ সরকার পরিচালনা করা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৩, জানুয়ারি ৪, ২০১১
আমাদের কাজ সরকার পরিচালনা করা

এয়ারফোর্স ওয়ান: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ছুটি শেষে ফেরার পথে রিপাবলিকানদের উদ্দেশে বলেন, ‘আমাদের কাজ হচ্ছে সরকার পরিচালনা করা। ’

ওবামার জন্য ওয়াশিংটনে একটি বিভক্ত কংগ্রেস অপেক্ষা করছে।

মঙ্গলবার প্রেসিডেন্টকে বহনকারী এয়ানফোর্স ওয়ান বিমানেই তিনি এএফপির সাংবাদিকের সঙ্গে আলাপ করেন। খবর এএফপির।

ওবামা এএফপিকে বলেন, রিপাবলিকানরা তার গৃহীত কর্মসূচি ব্যাহত করার চেষ্টা করছেন। তবে তিনি এও বলেন, চূড়ান্ত পর্যায়ে মার্কিন বিধ্বস্ত মার্কিন অর্থনীতির উন্নয়নে তারা অবশ্যই কাজ করবে।

তিনি বলেন, ‘আপনি জানেন, আমার মনে হয় এবার রাজনীতি হতে যাচ্ছে। ওয়াশিংটনে এটাই হয়েছে। ‘ হাওয়াই দ্বীপপুঞ্জে সপরিবারে থেকে ১০ দিনের ছুটি শেষে কাজে যোগদানের পথে ওবামা এ কথা বলেন। ’

ওবামা বলেন, ‘তারা তাদের মাঠে একটি নির্দিষ্ট সময় ধরে খেলবে। তবে আমি বেশ আত্মবিশ্বাসী যে, তারা এটা বুঝতে পারবে আমাদের কাজ হচ্ছে সরকার পরিচালনা করা এবং এটা নিশ্চিত করা যে আমেরিকার মানুষের জন্য আমরা কাজ করছি। একইসঙ্গে একুশ শতকের উপযোগী আমরা একটি অর্থনীতি ব্যবস্থা চালু করতে যাচ্ছি। তা কেবল এই প্রজন্মের জন্যই নয়, পরের প্রজন্মের জন্যও। ’

রিপাবলিকানরা স্বাস্থ্যনীতি প্রত্যাহার করার ব্যাপারে আসছে--এ ব্যাপারে প্রশ্ন করা হলে প্রেসিডেন্ট কোনো উত্তর দেননি।

তিনি বলেন, ‘আমার আশা-আকাক্সক্ষা এই যে জন বোয়েনার (প্রতিনিধি সভার স্পিকার) ও মিচ ম্যাককনেলের (সিনেটের সংখ্যাগরিষ্ঠ পক্ষের নেতা) বোঝা উচিৎ যে, তারা ২০১২ সালে নির্বাচনের জন্য অনেক সময় পাবে। অর্থনীতির পুনরুদ্ধার নিশ্চিত করাই এখন আমাদের কাজ। ’

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।