রিয়াদ: কোন ধরনের শাস্তি বা জরিমানা ছাড়াই হজ, উমরাহ, ভ্রমণ অথবা বিভিন্ন কারণে অবৈধ হয়ে পড়া প্রবাসীদের বৈধ হতে সৌদি বাদশার দেয়া বিশেষ ক্ষমার মেয়াদ শেষ হয়েছে রোববার।
এই সময়ের মধ্যে বৈধ হননি এমন বিদেশিদের ধরতে সৌদি শ্রম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে ১২শ’ সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে।
অভিযান চলাকালীন সময়ে যেকোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সৌদি আরবে বসবাসরত বৈধ এবং অবৈধ বাংলাদেশি ভাইদের জন্য কিছু পরামর্শ।
১. বৈধ কাগজপত্রধারী প্রবাসীরা সব সময় নিজের ইকামা সঙ্গে রাখুন।
২. ধরপাকড় চলাকালীন অথবা প্রয়োজনীয় কাগজপত্র ব্যতীত খণ্ডকালীন চাকরি থেকে বিরত থাকুন।
৩. ইকামায় বর্ণিত পেশা অনুযায়ী কর্ম সম্পাদন করুন।
৪. নিজের কর্মস্থল ব্যতীত অন্যত্র আড্ডা দেয়ার অভ্যাস পরিহার করুন।
৫. নিজের গাড়ি না থাকলে চলাচলের জন্য অবশ্যই সৌদি ট্রান্সপোর্ট অথরিটির অনুমোদিত লিমোজিনে (ট্যাক্সি) চলাচল করুন।
৬. যেকোন ধরনের তর্ক-বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন।
৭. যাদের হাতে এখনো বৈধ হওয়ার কাগজপত্র এসে পৌঁছায়নি তারা সংশ্লিষ্ট অফিসের শনাক্তযোগ্য কাগজ সঙ্গে রাখুন।
৮. যারা একেবারে দেশে ফেরত যাওয়ার জন্য আউটপাস (বিশেষ ট্রাভেলস ডকুমেন্ট) নিয়েছেন তারা যত দ্রুত সম্ভব সৌদি আরব ত্যাগ করার চেষ্টা করুন।
৯. যাদের হাতে বৈধ কোন কাগজপত্র নেই তারা কাগজপত্র হওয়ার আগ পর্যন্ত নিজ বাসায় অবস্থান করুন।
১০. যেকোন ধরনের আইনি সহায়তার জন্য দূতাবাস অথবা কনস্যুলেট অফিসে যোগাযোগ করুন।
১১. আপনার পরিচালনাধীন ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র আছে কি না যাচাই করুন। লাইসেন্স অথবা অন্য অন্য কোনো প্রয়োজনীয় কাগজপত্র মেয়াদোত্তীর্ণ হয়ে থাকলে নবায়ন করুন।
বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৩
এমএএ/আরআই/আরকে