ঢাকা: আসামের গোয়ালপাড়া জেলায় সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে অন্তত ৬ জন নিহত ও অপর ১০ জন গুরুতর আহত হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার সকালে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, রোববার রাতে দিওয়ালি উৎসবকে কেন্দ্র করে জুয়া খেলার সময় মেঘালয় অঞ্চলের চিহ্নিত বিচ্ছিন্নতাবাদীদের পোশাক পরিহিত বন্দুকধারীরা নির্বিচারে গুলি ছুঁড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
হামলাকারীরা স্বয়ংক্রিয় অস্ত্রধারী ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের শীর্ষ কর্মকর্তারা। এছাড়া, এ ঘটনার পর গোয়ালপাড়া জেলাসহ আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আগামী ১৩ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য রাভা হাজং অটোনোমাস কাউন্সিলের নির্বাচনকে ঘিরে গত ২০ অক্টোবর থেকেই সহিংসতা ছড়িয়ে পড়ছে গোয়ালপাড়া জেলায়।
বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৩
এইচএ/বিএসকে