ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বলিভিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৩
বলিভিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ৮

ঢাকা: বলিভিয়ার ‍উত্তরে অ্যামাজন অঞ্চলের কাছে প্রেপেলার চালিত একটি বিমান বিধ্বস্ত হয়ে ৮ জন নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দশজন।



রোববার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটে বলে সংবাদ মাধ্যম জানায়। দু’জন ক্র’সহ বিমানটিতে মোট ১৮ জন যাত্রী ছিল।

যান্ত্রীক ত্রুটির কারণে বিমানটিতে আগুন ধরে যায় বলে বলিভিয়ান এয়ারলাইন অ্যরোকন’র এক কর্মকর্তা জানান।

সংবাদ মাধ্যম জানায়, প্রপেলার চালিত বিমানটি ব্রাজিলের সীমান্তবর্তী রিবিরালাটা শহরে অবতরণের ঠিক আগ মুর্হূতে আগুন লাগলে এ হতাহতের ঘটনা ঘটে। । দুর্ঘটনায় ‍আহত বিমানটির পাইলট ও সহকারী পাইলটের অবস্থাও আশঙ্কাজনক।

এদিকে দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে বলিভিয়‍ার প্রেসিডেন্ট ইভো মোরালেস জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৩
জেডএস/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।