ঢাকা: নাইজেরিয়ায় বিয়ের গাড়িবহরে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের হামলায় বরসহ অন্তত ৩০ জন নিহত হয়েছে।
রোববার রাতে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লে. কর্নেল মুহাম্মদ দোলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বোর্নো রাজ্যের গৌজা শহর ও গামা শহরেরর মধ্যকার একটি মহাসড়কে বরযাত্রীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
বনবেষ্টিত এ অঞ্চলটিতে বোকো হারাম বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণ দেশটির অন্য অঞ্চলের চেয়ে অনেক বেশি বলেই মনে করা হয়।
আদামাবা রাজ্যের সরকারি মুখপাত্র আহমদ সাজোহ জানিয়েছেন, হামলায় বরসহ ৩০ জনেরও বেশি নিহত হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, আদামাবা রাজ্য থেকে প্রতিবেশি বোর্নো রাজ্যে আসা বরযাত্রীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। বিয়ে সম্পন্ন হওয়ার পর কনেকে নিয়ে বরের পিত্রালয়ে ফেরার সময় এই আক্রমণ চালায় সন্ত্রাসীরা।
আদামাবা রাজ্যের সীমান্তের কাছে বোর্নো রাজ্যের ফিরগি জেলার জনৈক ট্যাক্সি ড্রাইভার জানিয়েছেন, বিয়ে বাড়িটির পাশে অনেক লাশ পড়ে থাকতে দেখেছেন তিনি।
উল্লেখ্য, মধ্য আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে স্বাধীন নাইজেরিয়া গঠনের লক্ষ্যে বোকো হারাম সংগঠনের ব্যানারে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিচ্ছিন্নতাবাদীরা।
প্রায়ই দেশটির সেনাবাহিনী ও বোকো হারাম বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে ব্যাপক হতাহতের খবর পাওয়া যায়।
এছাড়া, সন্দেহভাজন সরকারপক্ষের লোকজনের ওপরও প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটি।
তবে, রোববারের এ হামলার দায় স্বীকার করেনি আল-কায়েদা সংশ্লিষ্ট বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটি।
বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৩
এইচএ/বিএসকে