ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রোহিঙ্গাবাহী ট্রলার ডুবিতে নিখোঁজ ৬২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৩
রোহিঙ্গাবাহী ট্রলার ডুবিতে নিখোঁজ ৬২

ঢাকা: মায়ানমার থেকে ৭০ জন রোহিঙ্গা নাগরিক নিয়ে বাংলাদেশে আসার পথে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

এতে মাত্র আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বাকিরা এখনো নিখোঁজ রয়েছেন।

সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) হিউম্যানটারিয়ান অর্গানাইজেশন অ্যাকশন অ্যাগেইস্ট হাঙ্গার নামে এক সংস্থার উদ্ধার কর্মী আ.মালিকের বরাত দিয়ে জানায়, ৭০ জন রোহিঙ্গা নাগরিক নিয়ে বাংলাদেশে আসার সময় মায়ানমারের পশ্চিম উপকূলে একটি ট্রলার ডুবে যায়।

এতে মাত্র আটজন উদ্ধার পেয়েছেন। বাকিদের ভাগ্যে কী ঘটেছে, তা জানা যায়নি।

এর আগে জাতিসংঘ দুঃসাহসিক অভিবাসন বিষয়ে সতর্ক করে দেয়। তারা জানায়, সাধারণত নভেম্বরে সাগর শান্ত থাকে। আর তখনই অভিবাসীরা ভিনদেশে পাড়ি জমান।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক মুখপাত্র ড্যা ম্যাকনর্টন শনিবার জেনেভায় এক প্রেসব্রিফিংয়ে জানান, গত সপ্তাহে প্রায় এক হাজার পাঁচশ শরণার্থী তাদের নিজ দেশ থেকে অন্যদেশে পাড়ি জমিয়েছেন।

এদিকে, উদ্ধারকর্মী আ. মালিক জানান, রোববার রাত ৩টার দিকে মায়ানমারের ওনে ট জি গ্রাম থেকে কাঠের তৈরি একটি নৌকায় করে ৭০ জন রোহিঙ্গা নাগরিক বাংলাদেশের উদ্দেশে পাড়ি জামান। পরে মায়ানমারের পশ্চিম উপকূলে এটি ডুবে যায়। নৌকায় নারী, পুরুষ ছাড়াও শিশুরা অবস্থান করছিল।

মালিক জানান, মাত্র আটজন রোহিঙ্গা নাগরিক প্রাণে রক্ষা পেয়েছেন। তবে অন্য কারো মৃতদেহ তাদের চোখে পড়ে নি।

ট্রলারটি ডুবে যাওয়ার কোনো কারণ জানাতে পারেননি মালিক। ধারণা করা হচ্ছে, উত্তাল সাগরে ঢেউয়ের তোড়ে ট্রলারটি বঙ্গোপসাগরে ডুবে যায়।

উল্লেখ্য, মায়ানমারের রাখাইন রাজ্যে ১৮ মাস ধরে চলে আসা জাতিগত দাঙ্গায় দুইশ ৪০ জন নিহত এবং দুই লাখ ৫০ হাজার নাগরিক উদ্বাস্তু হয়ে দেশ ছেড়েছেন।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৩
এবি/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।