ইসলামাবাদ: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গভর্নর সালমান তাসিরকে মঙ্গলবার গুলি করে হত্যা করেছে তারই দেহরক্ষী। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক এ তথ্য জানান।
সালমান ধর্ম অবমাননা (ব্লাসফেমি) আইনের ঘোরবিরোধী ছিলেন। নিজেরই দেহরক্ষীর আততায়ী গুলিতে তিনি মারা গেছেন।
মালিক বলেন, ‘তিনি (দেহরক্ষী) গভর্নরকে খুন করেছেন। কারণ তিনি ধর্ম অবমাননার আইনকে কালো আইন বলে অভিহিত করেছিলেন। ’
হত্যাকারী তার অপরাধ স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
দেশটির প্রধানমন্ত্রী আসিফ আলি জারদারি এ ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১০