ঢাকা: মালিতে দুই ফরাসি সাংবাদিককে অপহরণের পর হত্যাকারী সন্দেহে দেশটির কিদাল শহর থেকে ছয়জনকে আটক করেছে ফরাসি সৈন্যরা।
মালির গোয়েন্দা বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, হত্যাকারীরা ফরাসি দুই সাংবাদিককে হত্যার পর মরুভূমিতে গাড়ির পাশেই ফেলে রাখে।
সোমবার মরুভূমিতে হত্যাকারীদের রেখে যাওয়া চিহ্ন অনুসরণ করে ফরাসি সৈন্যরা হত্যাকারী সন্দেহে ছয়জনকে আটক করে।
এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালের এক নারী ও তার সহকর্মী পুরুষ সাংবাদিক ক্লাউডি ভারলন ও ঘিসলাইন ডুপোন্ট শনিবার মালির বিদ্রোহী গোষ্ঠীর এক নেতার সাক্ষাৎকার নিয়ে রাস্তায় বের হওয়ার পর অপহৃত হন।
এরপর কাছের মরুভূমিতে যে গাড়িতে করে তাদের নিয়ে যাওয়া হয়েছিল, তার পাশেই দুজনকে হত্যা করে ফেলে রাখা হয়।
সোমবার মালি গোয়েন্দা সংস্থার ওই কর্মকর্তা জানান, যাদের আটক করা হয়েছে, তাদের মধ্যে অন্তত একজন চারটি হত্যার ঘটনার সঙ্গে জড়িত।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৩
এবি/জেসিকে