ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিউজার্সিতে শপিংমলে গুলি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৩
নিউজার্সিতে শপিংমলে গুলি

ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউজার্সির এক শপিংমলে এলোপাতাড়ি গুলি’র ঘটনা ঘটেছে। নিউজার্সির প্যারামাস শহরের ওই শপিংমলটিতে স্থানীয় সময় সোমবার রাতে গুলির আওয়াজ শোনা যায় বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

গুলি’র পরপরই মলের সব লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় বারগেন কাউন্টির চিফ অব স্টাফ জিন বারাট্টা সংবাদমাধ্যমকে বলেন, রাত নয়টার দিকে বন্ধ হওয়ার পূর্ব মুহূর্তে ওয়েস্টফিল্ড গার্ডেন স্টেট প্লাজা নামের ওই শপিং মল থেকে একাধিক গুলির আওয়াজ শোনা যায় । ধারণা করা হচ্ছে বন্দুকধারী ব্যক্তি একজনই। ঘটনার পরপরই শপিং মল থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী বিশেষ পুলিশ বাহিনী সোয়াট এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৩
আরআই/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।