ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সফল হলো ভারতের ‘মঙ্গলয়া’ উৎক্ষেপণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৩
সফল হলো ভারতের ‘মঙ্গলয়া’ উৎক্ষেপণ

কলকাতা: শ্রীহরিকোট্টা’র সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপিত হল ভারতের প্রথম মঙ্গল অভিমুখী খেয়াযান মঙ্গলয়া। উৎক্ষেপণের ৪২ মিনিট পরে মহাকাশে আলাদা হয়ে যায় রকেট এবং মঙ্গলযান।



এটি ভারতের প্রথম মঙ্গল অভিযান। লালগ্রহটি’র কক্ষপথে এই মঙ্গল যান পৌঁছাবে ৩শ’ দিন পর। গোটা বিশ্বে ভারত ষোড়শ দেশ হিসেবে এই বিরল পরীক্ষার সাক্ষী।

১৩শ’ কিলো ওজনের এই যানটিকে উৎক্ষেপণ করতে ৮শ’ কিলো জ্বালানি ব্যবহার করা হচ্ছে। এ প্রকল্পের সঙ্গে ১ হাজার জন বিজ্ঞানী প্রকল্পে যুক্ত।

বিজ্ঞানের এই অসামান্য পরীক্ষার আগে ভারতের মহাকাশ বিজ্ঞানের প্রধান সংগঠন ইসরো’র চেয়ারম্যান কে রাধাকৃ্ষ্ণান তিরুপতির মন্দিরে পুজা দেন।

এই নিয়ে বিভিন্ন মহলে বিশেষ করে সামাজিক যোগাযোগের সাইটগুলোতে সমালোচনা শুরু হয়েছে।

দু’টি জাহাজ থেকে এই মহাকাশ যানটির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। ইন্দোনেশিয়াতে এই দু’টি জাহাজ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৩  
ভাস্কর/আরআই/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।