ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরান-ইরাক সম্পর্কোন্নয়নে বাগদাদ সফরে সালেহি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১১
ইরান-ইরাক সম্পর্কোন্নয়নে বাগদাদ সফরে সালেহি

তেহরান: যুদ্ধবিধ্বস্ত প্রতিবেশী ইরাকের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের জন্য ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহি বুধবার বাগদাদের উদ্দেশে রওনা হয়েছেন। ইরানি বার্তা সংস্থা আইএসএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

খবর এএফপির।

ইরানের পরমাণু কর্মসূচির প্রধান সালেহি তার সফরে ইরাকের নতুন সরকার গঠনের জন্য অভিনন্দন এবং বাগদাদে ইরাকি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। দুই দেশের সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে বৈঠকে আলোচনা হবে বলে আইএসএনএ জানিয়েছে।

গত মাসে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সালেহিকে দেশটির ভারপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রী নিয়োগ দেওয়ার পর সালেহি দ্বিতীয়বারের মতো  ইরাক সফরে যাচ্ছেন।  

উল্লেখ্য, ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সময়ে ১৯৮০-এর দশকে প্রতিবেশী দেশ ইরাক-ইরানের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়। যুদ্ধে দুই দেশের কমপক্ষে ১০ লাখ মানুষ নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।