ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বেনগাজি হামলাকারীর সন্ধান দিলে ১ কোটি ডলার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৩
বেনগাজি হামলাকারীর সন্ধান দিলে ১ কোটি ডলার

ঢাকা: লিবিয়ায় বেনগাজিতে মার্কিন দূতাবাসে হামলার তথ্যেদাতার জন্য পুরস্কার ঘোষণা করেছে মার্কিন প্রশাসন। ২০১২ সালের ১১ সেপ্টেম্বর ওই হামলায় চালানো হয়।

হামলায় লিবিয়ায় মার্কিন দূত, দুই নেভি সিল কর্মকর্তাসহ মোট চারজন নিহত হয়েছিল।

সম্প্রতি অনেকটা নিরবেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলাকারীর সন্ধ্যান দাতার জন্য ১কোটি মার্কিন ডলার পুরষ্কার ঘোষণা করে। রিপাবালিকান আইন প্রণেতাদের একটি চিঠি মাধ্যমে এ কথা জানিয়ে দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তবে যেহেতু বিষয়টি এখন তদন্তাধীন তাই নিরাপত্তার স্বার্থে ঢাকঢোল পিটিয়ে এই পুরস্কারের কথা প্রচার করেনি মন্ত্রণালয়।

বিবিসি জানায়, প্রকৃত অপরাধীকে গ্রেফতারে সাহায্য করে এমন তথ্য কিংবা হামলার সঙ্গে সংশ্লিষ্ট কোন ব্যক্তির তথ্যদাতাই এই পুরস্কারের জন্য বিবেচিত হবেন।

বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রে ইসলাম বিরোধী চলচ্চিত্র তৈরির জন্য সারাবিশ্বে মার্কিন বিদ্বেষী হামলার জের ধরেই লিবিয়ার মার্কিন দূতাবাসে ওই হামলা চালানো হয়। তবে পরবর্তীতে এটি পূর্ব পরিকল্পিত হামলা বলে ধারণা করা হয়।
গত আগস্টে যুক্তরাষ্ট্র এই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে লিবিয়ার জঙ্গী সংগঠনের প্রধান আবু কাতালা এবং অজ্ঞাত নামা অনেককেই অভিযুক্ত করে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৩
কেএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।