আগরতলা(ত্রিপুরা): ভারতের ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন রাজ্য কংগ্রেসের মুখপাত্র অশোক সিনহা।
শনিবার বিকেলে রাজধানীর পশ্চিম থানাতে স্পুরিয়াস ড্রাগ ইস্যুতে স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তীসহ দশ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়।
রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ইতিহাসে এতোবড় জালিয়াতির ঘটনা হয়তো আর ঘটেনি। বিশাল অঙ্কের ওষুধ কেনা হল এমন এক কোম্পানি থেকে যারা চার বছর আগেই কালো তালিকাভুক্ত হয়েছিল।
তারপরও সব জেনে বুঝে কেন কেনা হল এমন ওষুধ। তাও আবার খারাপ ওষুধ পাঠিয়ে দেয়া হল সব হাসপাতালে। সেই ওষুধ বিতরণও করা হল।
জানা গেছে, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের জন্য ২০১২-১৩ অর্থ বছরের জন্য খারাপ মানের কম দামি ওষুধ কিনে রাজ্যের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। কিছু দিন আগে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সত্য রঞ্জন দেববর্মা এক বিবৃতি দিয়ে বিভিন্ন হাসপাতাল থেকে এই সব ওষুধ সেন্ট্রাল মেডিকেল স্টোরে ফেরত দেবার কথা বলেন। তার পরই ঘটনার জানাজানি হয়।
শনিবার রাজ্য কংগ্রেসের মুখপাত্র এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এছাড়া অতিরিক্ত মুখ্যসচিব ভি সত্যনারায়ণ, সরকারের স্বাস্থ্য সচিব জে কে সিনহা, স্বাস্থ্য অধিকর্তা সত্যরঞ্জন দেববর্মা, মেডিকেল কর্মকর্তা জয়ন্ত দাস, মেডিকেল কর্মকর্তা সুব্রত কর, ডেপুটি ড্রাগ কন্ট্রোলার পার্থ সারথি দাসের বিরুদ্ধেও মামলা করা হয়।
মামলা দায়েরকারী অশোক সিনহা জানান, বর্ধমান ফার্মা সংস্থা থেকে সম্পূর্ণ অনৈতিকভাবে ওই ওষুধ কেনা হয়। যার দায় থেকে স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী থেকে অধিকর্তা কেউ বাদ যান না।
রাজ্য কংগ্রেস আগেই ভেজাল ওষুধ ইস্যুতে সিবিআই তদন্তের দাবি করেছিলো।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৩
তন্মায়/টিএকে/এনএস/আরআইএ