ব্রাসেলস: ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান ও বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে আলোচনা আগামী ২০ জানুয়ারি ইস্তান্বুলে পুনরায় শুরু হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিসংক্রান্ত প্রধান ক্যাথেরিন অ্যাশটন শুক্রবার এ তথ্য জানান।
অ্যাশটনের মুখপাত্র মায়া কোচিইয়ানচিচ বার্তা সংস্থা এএএফপিকে বলেন, ‘এই তারিখ স্থির নয়। আমরা ইরানের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। ’
ওই মুখপাত্র বলেন, এই আলোচনা দেড়দিন ধরে চলবে বলে আশা করা হচ্ছে।
ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও জার্মানির সঙ্গে এর আগেও আলোচনা হয়েছে। অ্যাশটনের উদ্যোগেই জেনেভায় ওই আলোচনার প্রায় ১৪ মাস পার হয়ে গেছে। দ্বিতীয় দফার এই আলোচনা তুরস্কের ইস্তান্বুল শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
পশ্চিমা বিশ্ব সন্দেহ করে, পরমাণু অস্ত্র তৈরির উদ্দেশ্যে তেহরান তার কর্মসূচি চালাচ্ছে। ইরান বেসামরিক পরমাণু কর্মসূচি ছদ্মবেশে তা করছে।
তবে ইরান বরাবরই এ অভিযোগ নাকচ করে আসছে। দেশটির দাবি, তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি চালাচ্ছে। চলতি সপ্তাহে ইরান ইউরোপীয় ইউনিয়নকে তার পরমাণু স্থাপনা পরিদর্শনের আহ্বান জানায়।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১১