সিউল: নতুন বছরের শুরুতেই আন্তকোরীয় সংলাপের ব্যাপারে শনিবার আরও একধাপ এগিয়ে গেল উত্তর কোরিয়া। খবর এএফপির।
দ্বিপক্ষীয় সহযোগিতাপূর্ণ সম্পর্কও তৈরির লক্ষ্যে এবং উত্তেজনা নিরসন করতে দক্ষিণ কোরিয়ার প্রতি কয়েক সপ্তাহের মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া।
পিয়ংইয়ং থেকে পিতৃভূমির শান্তিপূর্ণ একত্রীকরণসংক্রান্ত কমিটি জানিয়েছে, দুই সরকারের মধ্যে আনুষ্ঠানিক আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। তাড়াতাড়ি সম্ভব সংলাপ আয়োজনের তাগিদ দেওয়া হলেও, আলোচনায় কোনো শর্ত রাখা হযনি বলেও পিয়ংইয়ং জানায়।
কমিটির বিবৃতিতে আরও জানানো হয়, কোথায়, কবে সংলাপ শুরু হবে, তা দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমেই নির্ধারিত হবে।
এখানে বলা হয়, দক্ষিণ কোরিয়ার উচিৎ সব ধরনের সন্দেহ ত্যাগ করে, উত্তর কোরিয়ার প্রস্তাবে খোলা মনে আলোচনার জন্য অগ্রসর হওয়া।
উত্তর কোরিয়ার দিক থেকে বলা হয়, দুই কোরিয়ার সংলাপ জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনের মধ্যে অনুষ্ঠিত হতে পারে।
এদিকে, দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকেও উত্তর কোরিয়ার প্রস্তাবকে স্বাগত জানানো হয়েছে।
এর আগে, দক্ষিণ কোরিয়ার লি মিয়ুং-বাক বলেন, ‘উত্তর কোরিয়া আন্তরিক থাকলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে উভয় কোরিয়া যৌথভাবে সহযোগিতামূলক জোরালো অর্থনৈতিক সম্পর্ক তৈরি করতে সক্ষম হবে। ’
উল্লেখ্য, প্রতিবেশী দেশ উত্তর কোরিয়ার গোলার আঘাতে গত বছরের ২৩ নভেম্বর দক্ষিণ কোরিয়ার দুই নৌসেনাসহ ৪ জন নিহত হওয়ার পর থেকে কোরীয় উপদ্বীপে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১১