বোগোতা: কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে একটি পুলিশস্টেশনে শুক্রবার বিদ্রোহীদের হামলায় ৫ ফার্ক বিদ্রোহীসহ নয়জন নিহত হয়েছেন। নিহত অন্য ব্যক্তিদের মধ্যে তিন সেনাসদস্য এবং একজন তরুণ রয়েছে বলে একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন।
জেনারেল হুয়ান কার্লোস সালাজার রেডিও কারাকোলকে বলেন, সন্ত্রাসী সংগঠন ফার্কের সদস্যরা এই হামলা চালিয়েছে।
ওই কর্মকর্তা বলেন, সেনাবাহিনী হামলা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর, ফার্ক বাহিনীর ওপর পাল্টা গুলি চালায়। এতে ৫ বিদ্রোহী নিহত হয়। এছাড়া তিন সেনা ও একজন বেসামরিক লোক মারা গেছে।
উল্লেখ্য, ১৯৬৪ সাল থেকে কলম্বিয়ার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে ফার্ক বাহিনী। ফার্কের প্রায় সাত হাজার থেকে ১১ হাজার সদস্য রয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১১