ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট থেকে ‘মা’ ‘বাবা’ এই শব্দ দুটি তুলে দেওয়া হচ্ছে। এর পরিবর্তে লিঙ্গনিরপেক্ষ শব্দ ‘প্যারেন্ট ওয়ান’ এবং ‘পেরেন্ট টু’ যুক্ত করা হচ্ছে বলে শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
দেশটির পাসপোর্ট সার্ভিসের উপসহকারী সচিব ব্র্ন্ডো স্প্রেইগ বলেন, ‘মা’ ‘বাবা’ পুরনো শব্দ। এগুলোকে বাদ দিয়ে এখন একে ‘প্যারেন্ট ওয়ান’ এবং ‘প্যারেন্ট টু’ করা হয়েছে। ’ কোনো রাজনৈতিক প্রভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয় নি।
তিনি আরও বলেন, ‘চিকিৎসাবিজ্ঞান এবং প্রজনন প্রযুক্তির পরিবর্তনের ফলে আমরা এমন সব পরিস্থিতির সম্মুখীন হচ্ছি যা আজ থেকে ১০-১৫ বছর আগে ছিল না। ’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়, ‘সন্তানের পিতা-মাতাসহ লিঙ্গনিরপেক্ষতা এবং অন্য ধরনের পরিবারগুলোকে স্বীকৃতি দিতেই এই উন্নয়নমূলক পরিবর্তন আনা হয়েছে। ’ এ নিয়ম কেবল শিশুদের জন্য কি না তা নিশ্চিত করেনি ওই মন্ত্রণালয়।
ফ্যামিলি ইকুয়ালিটি কাউন্সিলের নির্বাহী পরিচালক জেনিফার ক্রিসলার বলেন, ‘মা-বাবার পরিবর্তে প্যারেন্ট একটি সর্বব্যাপী শব্দ। এর ফলে বিভিন্ন ধরনের পরিবার (যেমন সমকামী ইত্যাদি) তাদের শিশুদের পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে। ’
উল্লেখ এই সংস্থাটি গত কয়েক বছর ধরেই পাসপোর্টের আবেদনপত্র থেকে এই শব্দ দুটি বাদ দেওয়ার জন্য সরকারকে চাপ দিয়ে আসছিল।
এদিকে, সমকামী অধিকার সংস্থা এই সিদ্ধান্তকে অভিনন্দিত করলেও কিছু রক্ষণশীল খ্রিস্টানরা এর বিরোধিতা করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, নতুন পাসপোর্টের আবেদনপত্র আগামী ফেব্রুয়ারিতে শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে ।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ০৮ জানুয়ারি ২০১১