ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মস্কোর রেড স্কয়ারে বিক্ষোভ করায় দুইজনের কারাদন্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১১

মস্কো: রাশিয়ার বিরোধী দলের নেতাদের মুক্তির দাবিতে মস্কোর রেড স্কয়ারে বিক্ষোভ করায় দুই কর্মীকে স্বল্পমেয়াদী কারাদ- দেওয়া হয়েছে। মস্কোর তিভারস্কোই আদালত শনিবার এই দন্ডাদেশ দেয়।



মস্কোর ইকো রেডিও স্টেশনের বরাত দিয়ে এএফপি জানায়, দ্য আদার রাশিয়া মুভমেন্টের সদস্য দিমিত্রি আন্দ্রিয়ানভ এবং মারাত সালাখিয়েভকে বৃহস্পতিবার রেড স্কয়ারে বিক্ষোভ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়। রাশিয়ার বিরোধী দলীয় অন্য কর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভের সময় তারা ‘রাজনৈতিক বন্দীদের জন্য স্বাধীনতা’ নামের ব্যানার প্রদর্শন করে।

উল্লেখ্য, এদুয়ার্দ লিমোনভ , বরিস নেমস্তভ এবং ইলিয়া ইয়াশিনসহ বিরোধী দলের নেতারা নতুন বছরের উৎসবের সময় সংবিধানের একটি ধারা (যেখানে বিধানসভার স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে) নিয়ে বিক্ষোভ প্রদর্শন করলে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে পুলিশের সঙ্গে বিরোধিতা এবং সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে তাদেরকে পাঁচ থেকে পনের দিন পর্যন্ত কারাদ- দেওয়া হয়।

এরপর এক ডজনেরও বেশি কর্মী এই দন্ডাদেশের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে। আন্দ্রিয়ানভ এবং সালাখিয়েভকে শনিবারই মুক্তি দেওয়া হবে কারণ মামলার শুনানির জন্য তারা ইতিমধ্যেই দুদিন কারাগারে কাটিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ০৮ জানুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।