ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৪৯ দিনে ৩৬৪টি বই পড়া শেষ ৯ বছরের শিশুর!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৪
৪৯ দিনে ৩৬৪টি বই পড়া শেষ ৯ বছরের শিশুর!

ঢাকা: মাত্র সাত সপ্তাহ অর্থাৎ ৪৯ দিনে অবিশ্বাস্যভাবে ৩৬৪টি বই পড়ে শেষ করেছে যুক্তরাজ্যের ৯ বছর বয়সী এক বালিকা।

যেমন তেমন বই নয়, রোল্ড ডাল ও হ্যারি পটারের মতো সিরিজ বইগুলো ছিলো ওই বালিকার পড়ার তালিকায়।



উত্তর পশ্চিম ইংল্যান্ডের চেশায়ার কাউন্টির অ্যাশলে এলাকার বাসিন্দা বিস্ময় বালিকার নাম ফেইথ। টিভি ও কম্পিউটার গেমস বন্ধ রেখে নিয়ম করে বইয়ে পড়ে থাকে বইপোকা ফেইথ।

যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ডেইলি এক্সপ্রেস জানিয়েছে, নিজের প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই বই পড়ার জন্য ভীষণ অনুপ্রেরণা পায় ফেইথ। আর এই অনুপ্রেরণাই তাকে বই পড়ায় এমন অবিশ্বাস্য রেকর্ড গড়তে সহযোগিতা করেছে।

ফেইথ’র মা লরেন ডেইলি এক্সপ্রেসকে বলেন, ফেইথ মনে করে টিভিতে কার্টুন দেখা কিংবা কম্পিউটারে গেমস খেলার চেয়েও বেশি আনন্দপূর্ণ ও উদ্দীপক হলো বই পড়া। এখানে ব্যাপার হলো নিজের অনুভবের বিষয়টি। কম্পিউটার গেমস খেলা বা টিভি দেখার সময় যতো গভীরে যাওয়া যায়, বই পড়ার সময় তেমন মনোযোগ দিয়ে পড়া হলে সেই একই ধরনের আনন্দ-আবেগাপ্লুত হওয়া যায়।

ফেইথ বলে, আমি ম্যাজিক ও অ্যাডভেঞ্জারের মতোই বইকে অনেক পছন্দ করি।

এই বিস্ময় বালিকা আরও বলে, আমি প্রতি সপ্তাহে অন্তত ৪ ঘণ্টা শরীর চর্চা করি, কারাতে শিখি, নেটবল খেলি এবং ড্রামস বাজানো শিখি। নিয়মের অংশ হিসেবেই আমি এই বইগুলো শেষ করেছি।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।