ঢাকা: ১৮ যাত্রী নিয়ে নিঁখোজ হওয়া নেপাল এয়ারলাইন্সের বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে যাত্রীদের কেউ জীবিত নেই বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সোমবার নেপালের পশ্চিমাঞ্চলীয় আরগাখাঞ্চি জেলায় বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।
নিঁখোজ বিমানটির উদ্ধার কাজে নিয়োজিত সিভিল এভিয়েশন অথরিটি অব নেপাল’র (সিএএএন) বিমলেশ লাল কর্ণা নামে এক কর্মকর্তা ধ্বংসাবশেষ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার নেপাল এয়ারলাইন্সের বিমানটি পর্যটন নগরী পোখারায় জ্বালানি নিয়ে উড্ডয়নের কয়েক মিনিট পর যোগাযোগের বাইরে চলে যায়।
বিমানটি কাঠমান্ডু থেকে ৪০০ কিলোমিটার পশ্চিমে জুমলা শহরের দিকে যাচ্ছিল। এতে ১৫ জন যাত্রী ও ৩ জন ক্রু ছিলেন।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৪
নেপালে ১৮ যাত্রীবাহী প্লেন নিখোঁজ