ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভেনিজুয়েলা থেকে তিন মার্কিন কূটনীতিক বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৪
ভেনিজুয়েলা থেকে তিন মার্কিন কূটনীতিক বহিষ্কার

ঢাকা: সরকার বিরোধী আন্দোলনে উস্কানি দেওয়ায় অভিযোগে ৩ মার্কিন কূটনীতিককে বহিষ্কার করলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
   
সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট মাদুরো বহিষ্কারের ঘোষণা দেন।



তবে কোন ৩ মার্কিন কর্মকর্তাকে বহিষ্কার করা হচ্ছে তা স্পষ্ট করে বলেননি তিনি।

টেলিভিশন বক্তৃতায় মাদুরো বলেন, একদল মার্কিন কর্মকর্তাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে। আমরা তাদের দু'মাস ধরে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাত করতে দেখেছি।

এদিকে, মঙ্গলবার রাজধানী কারাকাসে বিরোধী নেতা লিওপোল্ডো লোপেজ সমাবেশ ডাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সরকার। এছাড়া রোববার তার বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ।

গত বুধবার লোপেজকে সর্বশেষ জনসম্মুখে দেখা গেছে। এরপর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

সাম্প্রতিক সময়ে ভেনিজুয়েলায় রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধিসহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।