ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

বিমান ছিনতাই অতঃপর নিরাপদে অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৩, ফেব্রুয়ারি ১৭, ২০১৪
বিমান ছিনতাই অতঃপর নিরাপদে অবতরণ

ঢাকা: রোম অভিমুখী ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ছিনতাই হলেও অবশেষে নিরাপদে রোমে পৌঁছেছে।

ছিনতাইকালে বিমানটিকে জেনেভা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।

সুদানের আকাশ সীমার পৌঁছার পর ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

সুইস পুলিশের বরাত দিয়ে সোমবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। তবে কি কারণে বিমানটি ছিনতাইয়ের ঘটনা ঘটে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

ইথিওপিয়া এয়ারলাইন্সের ৭০২ বিমানটি আদিস আবাবা থেকে স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে ত্যাগ করে ভোর ৪টা ৪০ মিনিটে রোম পৌঁছে।

এদিকে, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ছিনতাইকারীরের আটক করা হয়েছে। তাবে তার পরিচয় পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সুইস পুলিশ।

বিমানের দুইশ’ যাত্রী অক্ষত আছেন বলে বিমান কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশের উপস্থিতিতে বিমান যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।