ঢাকা: ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যার ঘটনায় দণ্ডপ্রাপ্ত সাত আসামিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তামিল নাড়ু রাজ্য সরকার।
দেশটির সুপ্রিম কোর্ট তিন আসামির মৃত্যুদণ্ডাদেশের পরিবর্তে সাজা কমিয়ে আনার ঘোষণার একদিন পর তামিল নাড়ু সরকার এ সিদ্ধান্ত নিলো।
আসামিরা সবাই শ্রীলঙ্কার তামিল টাইগার বিদ্রোহী সদস্য।
১৯৯১ সালের ২১ মে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের শ্রীপেরামবুদুরে এক আত্মঘাতী বোমার বিস্ফোরণে নিহত হন রাজীব গান্ধী। ওই বিস্ফোরণে রাজীব গান্ধী ছাড়াও আরও ১৪ জন নিহত হন।
রাজীব গান্ধীকে হত্যা করেন তেনমোঝি রাজারত্নম নামে লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম বা এলটিটিই-এর এক নারী সদস্য।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৪