ঢাকা: রাজধানী বাগদাদ সহ ইরাকের মধ্যাঞ্চলের বিভিন্ন স্থানে দফায় দফায় গাড়ি বোমা বিস্ফোরণ ও হামলার ঘটনায় মঙ্গলবার প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৬ জন।
মঙ্গলবার বাগদাদের তিনটি পৃথক স্থানে আঘাত হানে গাড়ি বোমা।
সোমবার সিরিজ হামলায় বাগদাদে ২৩ জন নিহত হওয়ার ধারাবাহিকতায় মঙ্গলবারের এই হামলা সংঘটিত হলো। বিশ্লেষকদের মতে ইরাকের সাম্প্রতিক সহিংসতা ২০০৮ এর গোষ্ঠীগত সংঘাতের কাছাকাছি মাত্রায় পৌঁছেছে।
শিয়া-সুন্নি গোষ্ঠীগত ওই সংঘাতে ২০০৮ সালে ইরাকে প্রাণ হারিয়েছিলেন কয়েক হাজার মানুষ।
গত কয়েক মাস ধরেই সুন্নি যোদ্ধারা ইরাকের শিয়া প্রভাবাধীন সরকারের বিভিন্ন অবস্থান ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। চলতি মাসে এ ধরনের হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪৭০ জন মানুষ।
বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৪