ঢাকা: এখন সময় কত সেটি আপনি কলমে দিয়ে লিখে অন্যকে জানাতে পারেন। কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কলম এখন এ কাজটি করে দেবে।
প্লটক্লক নামের এ কলম শিগগিরই বাজারে পাওয়া যাবে। রোবোটিক এ কলমটির নকশা প্রণয়ন করেছেন থিনগিভারস (Thingiverse) ওয়েবসাইটের সদস জোহানস।
নিজের সদস্যদের প্রণীত বস্তুর ডিজিটাল আকৃতির নকশা নিজস্ব সাইটে প্রকাশ করে থাকে নিউইয়র্কভিত্তিক থিনগিভারস। ২০০৮ সালে যাত্রা শুরু করা এ ওয়েবসাইটে শুধু সেসব নকশাই প্রকাশ করা হয় যেগুলোকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব।
জোহানসের নকশা করা প্লটক্লক টানা ২৪ ঘণ্টা প্রকৃত সময় লিখবে ও লেখার কিছুক্ষণ পর মুছে ফেলবে। ন্যুরেমবার্গের জোহানসের এ যাদুকরী কলমের জন্য লাগবে একটি লেজার কাটার বা থ্রিডি প্রিন্টার, একটি ছোট সাদা বোর্ড, একটি ড্রাই ওয়াইপ পেন, নাট-বল্টুসহ কিছু যন্ত্রাংশ। কীভাবে এ কলমঘড়ি তৈরি করা যায় সেটির প্রস্তুত প্রণালীও দিয়েছে থিনগিভারস।
প্রয়োজনীয় যন্ত্রাংশ ও প্লটক্লক তৈরির নির্দেশনা জানতে ভিজিট করুন-http://www.thingiverse.com/thing:248009 এ অ্যাড্রেসে।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৪