ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদিতে সাত বিক্ষোভকারীকে ২০ বছর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৪
সৌদিতে সাত বিক্ষোভকারীকে ২০ বছর কারাদণ্ড

ঢাকা: সাত বিক্ষোভকারীকে ২০ বছর কারাদণ্ড দিয়েছেন সৌদির এক আদালত। সরকার বিরোধী আন্দোলনে অংশ নেওয়া এবং সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য তাদেরকে এই শাস্তি দেওয়া হয়।



স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে গালফ নিউজ জানায়, রিয়াদের এক বিশেষ আদালত বুধবার সাত তরুণকে এই সাজা প্রদান করেন। একই সময়ে আদালত তাদের বিদেশ গমনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন।

এছাড়া তাদের একজনকে মদ্যপানের অভিযোগে ৮০ বেত্রাঘাতের নির্দেশ দেন আদালত। সাজাপ্রাপ্তরা বলছেন, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
২০১১ সালের ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের অগাস্ট মাসের মধ্যে শিয়া অধ্যুষিত সৌদির পূর্বাঞ্চল শহর কাতিফে সরকারবিরোধী আন্দোলন হয়। ওই আন্দোলনে ১০ জন নিহত হন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।