ঢাকা: সংসার সুখের হয় নারীর গুণে। কিন্তু সংসারে দুঃখও নেমে আসে নারীর কারণে।
স্বামী বা সঙ্গীর সঙ্গে সম্পর্কচ্ছেদ করতে যেখানে নারীরা মাত্র ছয়দিন সময় নেন সেখানে পুরুষেরা সেখানে একমাসের বেশি সময় নেন।
নতুন এক গবেষণায় বেরিয়ে এসেছে এ তথ্য। গবেষণাটি চালিয়ে শিলেফট.মি (sheleft.me) নামের একটি ওয়েবসাইট।
৫০০ অবিবাহিত জুটির ওপর এ গবেষণা চালানো হয়েছে। তারা স্বল্প ও দীর্ঘ সময় ধরে জুটিবদ্ধ। তাদেরকে প্রশ্ন করা হয়েছিল, ‘আপনাদের বর্তমান সম্পর্ক তিক্ত হয়ে উঠলে বা ভালোবাসা ফুরিয়ে গেলে কী করবেন?’
সঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না এ সিদ্ধান্ত নারী চটপট নিতে পারেন। কিন্তু একজন পুরুষ তার স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির সিদ্ধান্তটি বন্ধু-বান্ধব বা কাছের মানুষের সঙ্গে আলোচনার পর নেন।
নারীরা অসুখী সম্পর্ককে দীর্ঘদিন টেনে নিতে চান না। তারা ভুল ব্যক্তির সঙ্গে থাকাটাকে পীড়াদায়ক মনে করেন। ৫৩ শতাংশ পুরুষ বলেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তারা গুরুত্বের সঙ্গে বিষয়টি নিয়ে ভাবেন। এক্ষেত্রে পুরুষদের সঙ্গে একমত মাত্র ২৩ শতাংশ নারী।
প্রতি ছয়জন পুরুষের মধ্যে একজন বলেছেন, তারা অসুখী সম্পর্ক আরও ছয়মাস টেনে নিয়ে যেতে চান ভবিষ্যতে আশার আলো দেখার প্রত্যাশায়।
৭৭ শতাংশ নারী বলেছেন, খোলামেলা কথা বলা এবং দ্রুত সিদ্ধান্ত নিলে কম কষ্ট হয়। কিন্তু ৮৮ শতাংশ পুরুষের বিশ্বাস, সতর্কভাবে কৌশলতার সঙ্গে সম্পর্কে ইতি টানলে তা সঙ্গীকে কম কষ্ট দেবে।
তবে সম্পর্কে ইতি টানার ক্ষেত্রে দুজনকে মুখোমুখি কথা বলা দরকার বলে অংশগ্রহণকারী নারী-পুরুষ সবাই বলেছেন।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৪