ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রিয়াদে আলোচনা ও কবিতা সন্ধ্যা

মোহাম্মদ আল আমীন, সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৪
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রিয়াদে আলোচনা ও কবিতা সন্ধ্যা

ঢাকা: বৃহস্পতিবার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের হারার (হাই আল উজারা) হলরুমে প্রবাসী সাংবাদিক ফোরাম (প্রসাফ) ও লেখক সমন্বয় কমিটির যৌথ আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা ও কবিতা সন্ধ্যার আয়োজন করা হয়।

সৌদি রাজপরিবারের চিকিত্সক দলের সদস্য ডা. আরিফুর  রহমানের  সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী সাংবাদিক ফোরামের (প্রসাফ) সভাপতি আবুল বশির।



এছাড়া আলোচনায় অংশ নেন উক্ত অনুষ্ঠানের মূল সমন্বয়ক বিশিষ্ট কবি ও সাহিত্যিক শাহজাহান চঞ্চল, বিশিষ্ট সাহিত্যিক ফিরোজ খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোয়াজ্জেম হোসেন, প্রসাফ সহ সভাপতি ইকবাল হোসেন, ব্রিটিশ দূতাবাস কর্মকর্তা সৈয়দ মাহমুদ আলী শাহা, বিশিষ্ট ব্যাংকার সৈয়দ আনিসুর রহমান প্রমুখ।

আলোচনার শুরুতেই বক্তারা ভাষা সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, আমাদের প্রত্যেকের কৃতজ্ঞচিত্তে তাদের কথা স্মরণ করা উচিৎ যাদের কারণে আমরা আজ একটি স্বাধীন দেশ পেয়েছি।

কবি শাহজাহান চঞ্চল বলেন, মাতৃভাষায় আমাদের অর্জন অনেক আছে। আজকে আমাদের ভাষার কারণেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। আমাদের সবচাইতে বড় অর্জন হচ্ছে, মাতৃভাষা দিবসের কো-স্পন্সরদের মধ্যে অন্যতম দেশ হচ্ছে সৌদি আরব এবং পাকিস্তান। সুতরাং এখন থেকে বোঝা যাচ্ছে ১৯৫২ সালে আমাদের আন্দোলন ভুল ছিলো না বরং তারাই ভুলের মধ্যে ছিল।

ফিরোজ খান তার বক্তব্যে বলেন, আমাদের এই ক্ষুদ্র দেশে ৪৪টি ভাষা রয়েছে, কিন্তু কালের পরিক্রমায় এগুলো হারিয়ে যাবে। তিনি এই ভাষাগুলো সংরক্ষণের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

মোয়াজ্জেম হোসেন বলেন, ১৯৯৮ সালে ২ কানাডা প্রবাসী আব্দুস সালাম এবং রফিকুল ইসলামের উদ্যোগে আজকে বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। ইতিহাস তাদের আজীবন মনে রাখবে।

আলোচনার মাঝেই চলতে থাকে কবিতা আবৃত্তি। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন, ফিরোজ খান, ডা. আরিফুর রহমান, মামুনুর রশীদ, কবি শাহিনুর, মো. টিপু সুলতান, রওশন আরা বেগম, সৈয়দ আনিসুর রহমান, কামাল হোসেন বাঙালী, আফসানা সুলতানা, জাহাঙ্গীর আলম হৃদয়সহ আরও অনেকে।  

অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট ও বরিশালের আঞ্চলিক ভাষায় কবিতা,গান ও কৌতুক উপস্থাপন করা হয়।  
 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, আলহাজ্ব আবু সাঈদ, জাহাঙ্গীর আলম, নুরুল আনোয়ার, যহির সোবহান, সাইফুল ইসলাম অপূর্ব, সাগর চৌধুরী, শাহ পরান মিঠু, টিপু সুলতানসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।