ঢাকা: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে সেনাবাহিনীর একট টহল চৌকিতে হামলা চালিয়ে ১৯ সেনাকে হত্যা করেছে তালেবান বিদ্রোহীরা। এ সময় আরও সাত সেনাকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।
আব্দুল ঘানি মুসামেম নামে প্রাদেশিক গভর্নর অফিসের মুখপাত্র সংবাদ মাধ্যমকে বলেন, রোববার ভোরে পাকিস্তানের সীমান্তবর্তী কুনার প্রদেশে এ হামলার ঘটনা ঘটে। অপহৃত সেনাদের উদ্ধার করতে বর্তমানে ওই এলাকায় অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি। হামলার পরপরই দেয়া এক বিবৃতিতে তালেবানরা এর দায় স্বীকার করেছে।
এদিকে এ হামলার ঘটনার প্রেক্ষিতে নিজের শ্রীলঙ্কা সফর স্থগিত করেছেন আফগানিস্তানের পশ্চিমা সমর্থিত প্রেসিডেন্ট হামিদ কারজাই।
বন্দী বিনিময় সংক্রান্ত তালেবান ও আফগানিস্তান সরকারের মধ্যকার আলোচনা স্থগিতের পরপরই এ হামলার ঘটনা ঘটলো। এর আগে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাজিদ এক ইমেইল বার্তায় বলেন ইসলামিক আমিরাতের (নিজেদের এই নামে অভিহিত করে তালেবান) নেতৃত্ব সাময়িকভাবে আলোচনা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বন্দী বিনিময় প্রক্রিয়াও পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে বলে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৪