ঢাকা: তুর্কী সীমান্ত সংলগ্ন সিরিয়ার আতমেহ শহরের একটি হাসপাতালে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন।
বৃটেন ভিত্তিক সিরিয়ান অবসার্ভেটরি ফর হিউম্যান রাইটস এবং রাষ্ট্র নিয়ন্ত্রিত তুর্কি সংবাদ সংস্থা আন্দালু এজেন্সি বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, রোববার সকালে বিস্ফোরকভর্তি একটি গাড়ি আতমেহ শহরের ওই হাসপাতালে আঘাত হানে।
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় বিদ্রোহী নিয়ন্ত্রিত আতমেহ শহরে হাজার হাজার শরণার্থী আশ্রয় নিয়ে আছেন। সিরিয়ার সংঘাতে এখন পর্যন্ত প্রায় দুইলাখ মানুষ মারা গেছেন। বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের বিরুদ্ধে লড়ছে।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৪