ঢাকা: পাকিস্তানের খাইবার উপজাতি এলাকায় বিমান হামলায় অন্তত ১৮ সন্দেহভাজন জঙ্গি নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
রোববার ভোরে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তিরা উপত্যকায় এ হামলা চালানো হয়।
পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানায়, তিরা উপত্যকায় বিভিন্ন জঙ্গি অবস্থান লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়।
এ সব হামলায় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক পদার্থ তৈরির ডিভাইস ধ্বংস হয় বলে জানিয়েছে পাক সামরিক বাহিনী।
খাইবার উপত্যকা পাকিস্তানের আফগান সীমান্তবর্তী একটি আধা স্বায়ত্বশাসিত এলাকা। এলাকাটি পাকিস্তানের বিদ্রোহী তেহরিক ই তালিবানের (টিটিপি) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৪