ঢাকা: পদত্যাগের ঘোষণা দিয়েছে মিশরের অন্তবর্তী সরকার। প্রধানমন্ত্রী হাজেম এল-বেবলাবি দেশটির টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ পদত্যাগের ঘোষণা দেন।
তবে পদত্যাগের বিষয়ে কোনো কারণ জানা যায়নি।
এদিকে, অসর্মথিত সূত্রের বরাত দিয়ে রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যম আল-হামরায় প্রকাশিত খবরে জানা যায়, হাজেম এল-বেবলাবির স্থলাভিষিক্ত হচ্ছেন গৃহায়ণ মন্ত্রী ইব্রাহিম মিহলিব।
ব্যাপক বিক্ষোভের মুখে গত বছরের জুলাইয়ে মুরসির পতনের পর দায়িত্ব নেন বেবলাবি।
আল-হামরায় প্রকাশিত সংবাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, বর্তমান মন্ত্রীসভার সদস্যরা অন্তবর্তী সরকারের প্রেসিডেন্ট আদেল মনসুরের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
জানুয়ারিতে চালু হওয়া নতুন সংবিধান অনুযায়ী আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ের মধ্যে দেশটিতে অবশ্যই নির্বাচন হতে হবে।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৪