ঢাকা: যে শিশুর জন্ম হলো আজ, ২০,৩০ অথবা ৪০ বছর পর কেমন পৃথিবী অপেক্ষা করবে তার জন্য? কতটুকু বদলে যাবে পৃথিবী?
এ সব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করেছে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন।
টাইমের দৃষ্টিতে প্রযুক্তি ব্যবহারে পূর্বের প্রজন্মের থেকে বেশি এগিয়ে থাকবে ২০১৪ সালে জন্ম নেয়া শিশুরা।
সেটাই স্বাভাবিক, তবে বর্তমান প্রজন্মের মত এ সব প্রযুক্তিকে নিজেদের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহারের বদলে তথ্য ও জ্ঞানার্জনের জন্য বেশি ব্যবহার করবে তারা।
ছোট হয়ে আসবে তাদের নামও। যেমন একটি মেয়ে শিশুর নাম মেডিলিন বা মেরিলিনের বদলে হবে শুধু লিন।
তাদের জীবদ্দশাতেই পৃথিবীর জনসংখ্যা বেড়ে দাঁড়াবে ১১ বিলিয়নে। যার তিন বিলিয়ন পৃথিবীতে এখনও অনাগত।
চাকরি ক্ষেত্রেও মুখোমুখি হতে হবে তীব্র প্রতিযোগিতার। বয়স যখন ২০ এর কোঠায়, তখন একই বয়সের আরও ১৭২ মিলিয়ন মানুষের সঙ্গে চাকরির প্রতিদ্বন্দ্বিতায় নামতে হবে তাকে।
যৌবনে আশপাশে বয়োবৃদ্ধ মানুষের ছড়াছড়ি দেখবে ২০১৪ সালে জন্ম নেয়া শিশুরা। তখন পৃথিবীর মোট মানুষের ২০ শতাংশের বয়সই হবে ৬৫ বছরের ওপর।
এই প্রজন্মের শিশুদের ভাইবোনের সংখ্যাও কম হবে, কারণ পরিবারগুলো হবে ছোটো। তবে তারা লাভ করবে দীর্ঘায়ু। তাদের গড় বয়স হবে ৬৯।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৪