ঢাকা: সন্দেহভাজন জঙ্গিদের গোপন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। মঙ্গলবার দেশটির সীমান্ত সংলগ্ন উত্তর-পশ্চিমাঞ্চলে পর পর বিমান হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন।
উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে যুদ্ধবিমান থেকে ওই বোমা নিক্ষেপ করা হয়। দক্ষিণ ওয়াজিরিস্তানেও হামলার খবর পাওয়া গেছে।
২৩ সেনা নিহতের জের ধরে পাকিস্তানি সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর এই হামলা চালানো হলো।
এর আগে সোমবার পাকিস্তানে অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে তেহরিক-ই-তালেবানের (টিটিপি) শীর্ষস্থানীয় নেতা আসমতুল্লাহ শাহীন ভুটানিসহ অন্তত চারজন নিহত হন।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৪