ঢাকা: বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির গাড়ির রেকর্ডটি হেনেসি ভেনম জিটির দখলে। ২০১০ সালের মার্চে টেক্সাস ভিত্তিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হেনেসি পারফর্মেন্স ইঞ্জিনিয়ারিং গাড়িটি বাজারে আনে।
সম্প্রতি ঘণ্টায় ২৭০. ৪৯ মাইল গতি তুলে গতির রেকর্ড গড়েছে গাড়িটি। এর আগে রেকর্ডটি ছিল ভুগাটি ভাইরন সুপার স্পোর্টের দখলে। এর গতি ছিল ঘন্টায় ২৬৯. ৮৬ মাইল।
ফ্লোরিডার মহাকাশ যানের অবতরণ কেন্দ্র কেনেডি স্পেস সেন্টারে সম্প্রতি এই গতি পরিমাপ করা হয়।
আট লাখ ইউরো দামের এই গাড়িটি টুইন- টার্বোচার্জের মাধ্যমে চলে। এর রয়েছে সেভেন লিটার ভি-৮ ইঞ্জিন।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৪