ঢাকা: নাইজেরিয়া একটি স্কুলের ছাত্রাবাসে হামলা চালিয়েছে দেশটির সরকারবিরোধী উগ্রপন্থীগোষ্ঠী বোকো হারাম। সেনাবাহিনী বলেছে, বোকো হারামের হামলায় অসংখ্য শিক্ষার্থী হতাহত হয়েছেন।
পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানয়েছে, নিহতের সবাই ছাত্র। তাদের অনেকের শরীর পুড়ে ছাই হয়ে গেছে।
নাইজেরিয়ার সহিংসতাপূর্ণ এলাকা ইয়োবে ছাত্রাবাসে এ হামলার বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি সেনাবাহিনী।
সংবাদ সংস্থা এএফপিকে ইয়োবের সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, টেলিফোন যোগাযোগ দুর্লভ হওয়ায় স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না।
বুদি ইয়াদি শহরের বাসিন্দারা বলেছেন, রাতে হামলা হয়েছে। কিছু শিক্ষার্থীকে জবাই করা হয়েছে।
পশ্চিমা শিক্ষাবিরোধী সশস্ত্রগোষ্ঠী বোকো হারাম এর আগেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। গত সপ্তাহে বোকো হারামের দুই হামলায় অসংখ্য মানুষ হতাহত হয়েছেন। এরমধ্যে একটি হামলায় তারা পুরো একটি গ্রামকে ধ্বংস করে দিয়েছে। পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর ওপর গুলি চালিয়েছেন।
বোকো হারামকে দমন করতে নাইজেরিয়ার সামরিক বাহিনী অভিযান চালাচ্ছে। কিন্তু তারা তেমন সফলতা পাচ্ছে না। সামরিক বাহিনীর ব্যর্থতায় দেশের উত্তর-পূর্বাঞ্চলে সরকারের প্রতি ক্ষোভ ফুঁসে উঠছে বলে জানিয়েছেন বিবিসির সংবাদদাতা।
২০০৯ সালের বোকো হারামের মামলায় কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৪