ঢাকা: ক্রিকেট হানাহানি আর রক্তপাত দূর করে সম্প্রীতির বন্ধন তৈরি করে। তাই তালেবানের সঙ্গে সাত বছরের সংঘাত অবসানে ক্রিকেটকেই বেছে নিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান।
সম্প্রতি মন্ত্রী তালেবানের সঙ্গে পাক জাতীয় দলের ক্রিকেট ম্যাচ আয়োজনের ইচ্ছা প্রকাশ করেন। তিনি এ ব্যাপারে তালেবানদের এগিয়ে আসারও আহ্বান জানান।
অপহৃত ২৩ পাক সেনা হত্যার অভিযোগে চলতি মাসের শুরুর দিকে তালেবানের সঙ্গে পাকিস্তান সরকারের শান্তি আলোচনা ভেস্তে যায়। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, শান্তি আলোচনা চায় না বলেই তালেবান এভাবে সেনাদের হত্যা করেছে। স্তিমিত হয়ে যাওয়া এই শান্তি আলোচনা ক্রিকেটের মাধ্যমে পুনরায় উজ্জীবিত করতে চান পাক মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী রাওয়ালপিন্ডিতে একটি খেলাধুলার প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চৌধুরী নিসার আলী খান বলেন, ক্রিকেট আশা জাগায়। আমি জানতে পেরেছি তালেবানের ক্রিকেটের প্রতি আগ্রহ রয়েছে। তাই বলছি, এই ক্রিকেটের বার্তাটি যদি তাদের কাছে পৌছানো যায় তাহলে আশা করি ভালো ফল বয়ে নিয়ে আসবে।
তিনি আরো বলেন, তালেবান পাকিস্তান ক্রিকেট টিমকে দীর্ঘদিন সমর্থন দিয়ে আসছে । সুতরাং ক্রিকেট একটি প্লাটফর্ম হতে পারে।
নিসার আলী খান বলেন, পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ক্রিকেটের বড় ভক্ত। আর সাবেক ক্রিকেটার ইমরান খান তো দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন।
তবে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন প্রস্তাব প্রত্যাখান করেছেন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৪