ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনের দাঙ্গা পুলিশ বিলুপ্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৪
ইউক্রেনের দাঙ্গা পুলিশ বিলুপ্ত

ঢাকা: ইউক্রেনে গত কয়েক মাসের সরকারবিরোধী বিক্ষোভে আন্দোলনকারীদের হতাহতের ঘটনায় দায়ী করে দেশটির দাঙ্গা পুলিশ বাহিনীকে ভেঙে দেওয়া হয়েছে।

পুলিশ অভিজাত ইউনিটি ‘বেরকুত’ ভেঙে দেওয়ার বিষয়টি জানিয়েছেন ইউক্রেনের অস্থায়ী স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন আভাকোভ।


বৃহস্পতিবার এ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে ব্রিফিং করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচের উৎখাত নিয়ে আন্তর্জাতিক বিভক্তি প্রকাশ্যে রূপ নিচ্ছে।

বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ‘জাতীয়বাদী ও নিও-নাৎসী’বাদী দৃষ্টিভঙ্গির প্রতি নিন্দা জানানোর জন্য অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করাকে বিরোধীদের সহিংসভাবে ক্ষমতা দখল হিসেবে অভিহিত করে রাশিয়া ইয়ানুকোভিচের বিরুদ্ধে উগ্র-ডানপন্থিদের ভূমিকায় উদ্বেগ প্রকাশ করেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বিরোধীদের ক্ষমতা গ্রহণকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে।

কিয়েভের নতুন কর্তৃপক্ষের বিরুদ্ধে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে রুশ ভাষীরা আন্দোলন করছে। ক্রিমিয়ার বন্দরনগরী সেভাস্তোপোলে মঙ্গলবার কতিপয় মানুষ স্থানীয় সরকারি ভবনে ইউক্রেনের পতাকা সরিয়ে রাশিয়ার পতাকা টানিয়েছে।

রুশভাষীদের বিক্ষোভে দেশ বিভক্তির আশঙ্কা করছেন অস্থায়ী প্রেসিডেন্ট ওলেক্সজান্দ্রার তুরচিনোভ। মঙ্গলবার পার্লামেন্টে তিনি বলেছেন, রুশ নৃ-গোষ্ঠীর জনগণ অধ্যুষিত অঞ্চলগুলোতে বিচ্ছিন্নতার ঝুঁকি নিয়ে তিনি আইন-শৃঙ্খলা সংস্থাগুলোর সঙ্গে কথা বলবেন।

ইউক্রেনের নতুন সরকার গঠন বৃহস্পতিবার পর্যন্ত পিছিয়েছে। বৃহস্পতিবার পার্লামেন্টে জাতীয় ঐক্যের সরকার গঠনে ভোট হবে। ভোটের পরই অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।