ঢাকা: পাকিস্তানে জন্মের দিনে শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি। দেশটিতে প্রতি এক হাজার শিশুর মধ্যে জন্মের দিনই মারা যায় ৪০.৭ জন।
দাতব্য সংস্থা সেভ দ্য চিল্ড্রেনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে পাকিস্তানের পর নাইজেরিয়া, সিয়েরা লিওন, সোমালিয়া, গিনি বিসাউ ও আফগানিস্তানের নাম রয়েছে।
প্রতি হাজার শিশুতে জন্মের দিনেই মৃত্যুর হার নাইজেরিয়ায় ৩২.৭, সিয়েরা লিওনে ৩০.৮, সোমালিয়া ২৯.৭, গিনি বিসাউ ২৯.৪ ও আফগানিস্তানে ২৯ জন করে।
এর আগে শিশুর জন্মের প্রথম দিনে মৃত্যুহারের তালিকায় ভারত শীর্ষে ছিল।
বিশ্বের ১২০টির বেশি দেশে কর্মকাণ্ড পরিচালনাকারী সেভ দ্য চিল্ড্রেন নবজাতক শিশুর মৃত্যুহার প্রতিরোধে বিশ্ব নেতা, জনহিতৈষী ও বেসরকারি খাতকে সহায়তার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানিয়েছে।
নবজাতক শিশু মৃত্যুর প্রতিরোধে বিভিন্ন দেশের পক্ষ থেকে ঘোষণা জারি করতেও বলেছে সেভ দ্য চিল্ড্রেন।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৪