ঢাকা: ভারতের নৌবাহিনী প্রধান ডিকে জোশি পদত্যাগ করেছে। বুধবার মুম্বাই উপকূলের অদূরে সাবমেরিন আইএনএস সিন্ধুরত্নে আগুনের ঘটনায় দুই অফিসারের মৃত্যুর শঙ্কা এবং আরও সাতজন মারাত্মক আহত হওয়ার ঘটনায় নিজের দায় স্বীকার করে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
সরকার ডিকে যোশির পদত্যাগপত্র গ্রহণ করেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
ডিকে জোশির অবর্তমানে ভারতীয় নৌবাহিনীর উপপ্রধান অ্যাডমিরাল আর কে ধাওয়ান নৌবাহিনী প্রধানের দায়িত্বপালন করবেন।
সিন্ধুরত্নের দুর্ঘটনার আগে গত বছরের আগস্ট মাসে আইএনএস সিন্ধুরক্ষক সাবমেরিনে কয়েকদফা বিস্ফোরণে ৩ অফিসার ও ১৫ নাবিক নিহত হন। মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে মেরামত করার সময় সাবমেরিনটিতে দুর্ঘটনা ঘটে।
সিন্ধুরক্ষকে দুর্ঘটনার ধারাবাহিকতাতেই ঘটলো সিন্ধু রত্নের দুর্ঘটনা। মুম্বাই থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে সমুদ্রে টহল দেয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৪