ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডে গুলি, বিস্ফোরণ চলছেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৪
থাইল্যান্ডে গুলি, বিস্ফোরণ চলছেই

ঢাকা: বোমা বিস্ফোরণ আর গুলির শব্দে এখন ঘুম ভাঙে থাইল্যান্ডবাসীর। প্রায় প্রতিরাতেই ব্যাংককের কোথাও না কোথাও গোলাগুলি হয়।

গতমাস থেকে থাইল্যান্ডে সরকার বিরোধী আন্দোলন শুরুর পর এ ধরনের ঘটনা ঘটছেই।

আন্দোলনের মুখে সরকার আগাম নির্বাচন দেয়। কিন্তু বিরোধীদের নির্বাচন বয়কট করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বিক্ষোভকারীরা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগ ছাড়াও বেশ কয়েকটি আইন সংশোধনের জন্য আন্দোলন করে যাচ্ছেন। তারা ‘পিপলস কাউন্সিল’ গঠনের দাবি করে আসছেন।

এদিকে মঙ্গলবার রাতেও ব্যাংককের বাণিজ্যিক এলাকায় গুলির শব্দ পাওয়া গেছে। যদিও সেখোনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আর সপ্তাহব্যাপী সহিংসতায় নিহত হয়েছেন অন্তত ৫ জন। এদের মধ্যে চারজনই শিশু।

দেশটির জাতীয় নিরাপত্তার প্রধান পরাড্রন পাট্টানআটবুট বলেন, বুধবারের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি রয়টার্সকে জানান, সম্প্রতি দেখতে পাচ্ছি এ ধরনের ঘটনা বেড়েই যাচ্ছে। আসল দুর্বৃত্তদের ধরতে পারছি না।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।