ঢাকা: বোমা বিস্ফোরণ আর গুলির শব্দে এখন ঘুম ভাঙে থাইল্যান্ডবাসীর। প্রায় প্রতিরাতেই ব্যাংককের কোথাও না কোথাও গোলাগুলি হয়।
আন্দোলনের মুখে সরকার আগাম নির্বাচন দেয়। কিন্তু বিরোধীদের নির্বাচন বয়কট করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বিক্ষোভকারীরা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগ ছাড়াও বেশ কয়েকটি আইন সংশোধনের জন্য আন্দোলন করে যাচ্ছেন। তারা ‘পিপলস কাউন্সিল’ গঠনের দাবি করে আসছেন।
এদিকে মঙ্গলবার রাতেও ব্যাংককের বাণিজ্যিক এলাকায় গুলির শব্দ পাওয়া গেছে। যদিও সেখোনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আর সপ্তাহব্যাপী সহিংসতায় নিহত হয়েছেন অন্তত ৫ জন। এদের মধ্যে চারজনই শিশু।
দেশটির জাতীয় নিরাপত্তার প্রধান পরাড্রন পাট্টানআটবুট বলেন, বুধবারের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি রয়টার্সকে জানান, সম্প্রতি দেখতে পাচ্ছি এ ধরনের ঘটনা বেড়েই যাচ্ছে। আসল দুর্বৃত্তদের ধরতে পারছি না।
বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৪