ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে পানিসম্পদ উন্নয়ন মন্ত্রী সোয়াইন ফু’তে আক্রান্ত!

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১০

কলকাতা: পশ্চিমবঙ্গের পানিসম্পদ উন্নয়নমন্ত্রী নন্দগোপাল ভট্টাচার্য সোয়াইন ফু’তে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে সরকারিভাবে এ খবর স্বীকার করা হয়নি।



জানা গেছে, স্নায়বিক সমস্যার জন্য নন্দগোপাল ভট্টাচার্যকে কলকাতার অ্যাপেলো হাসপাতালে ভর্তি করা হয়। একই সঙ্গে শ্বাসকষ্টে ভুগতে থাকায় তার গলা থেকে লালার নমুনা নিয়ে পরীক্ষার জন্য পাঠানো হয় বেলেঘাটা হাসপাতালে।

ওই পরীক্ষার ফল পাওয়ার পর হাসপাতাল সূত্র জানিয়েছে, ‘তাতে পানিসম্পদ উন্নয়নমন্ত্রীর সোয়াইন ফু’তে আক্রান্ত হওয়ার ইঙ্গিত রয়েছে। ’

এদিকে পশ্চিবঙ্গ রাজ্যে সোয়াইন ফু আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ আক্রান্ত হয়েছেন এক বৃদ্ধ।

রাজ্যের সোয়াইন ফু বিষয়ক কর্মকর্তা অসিত বিশ্বাস বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ‘কলকাতার দমদমে ৭০ বছরের এক বৃদ্ধ এ রোগে আক্রান্ত হয়ে বুধবার রাতে বেলেঘাটার আইডি হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন তিনি আইসোলেশান ওয়ার্ডে চিকিৎসাধীন। ’

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।