কায়রো: মিশরের সেনাবাহিনী শনিবার বিক্ষোভরত জনতা উদ্দেশে লুটপাটকারীদের হাত থেকে নিজেদের ও দেশ রক্ষার আহ্বান জানিয়েছে। খবর এএফপির।
এদিকে, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানা গেছে, সেনাবাহিনীর একাংশ জনতার পক্ষে অবস্থান নিয়েছেন। সিএনএন টেলিভিশন সম্প্রচারিত ভিডিওচিত্রে বিক্ষোভকারীদের সঙ্গে সেনাসদস্যদের হাত মেলাতে দেখা গেছে।
সেনাবাহিনী পক্ষ থেকে জানানো হয়েছে, মিশরের জনগণকে এই জাতি, মিশর ও নিজেদের রক্ষার জন্য আহ্বান করা হচ্ছে। রাজধানী কায়রোতে ব্যাপক বিক্ষোভের মধ্যে লুটপাটু শুরু হয়েছে। চলমান আন্দোলন সেনাবাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১