ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিউইয়র্কে বিস্ফোরণে ভবন ধস, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৪
নিউইয়র্কে বিস্ফোরণে ভবন ধস, নিহত ২

ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বিস্ফোরণের পর একটি ভবন ধসে পড়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১১টার দিকে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে দুইজনের নিহত হওয়ার খবর জানিয়েছে রয়টার্স।

এ ঘটনায় কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

আগুন নেভাতে শহরের তিন ডজন ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালাচ্ছেন।   ম্যানহাটনের ইস্ট হারলেমের ১৬৬৪ পার্ক অ্যাভিনিউয়ের ওই ভবনের ধোঁয়া অনেক দূর থেকে দেখা যাচ্ছে।

নিউইয়র্ক পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ভবনে বিস্ফোরণ ঘটনায় ঘটেছে এবং ভবনটি ধসে পড়েছে।

তবে কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটল তা এখনও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানাতে পারেনি।

নিউইর্ক ডেইলি’র বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এক প্রতিবেশী জানিয়েছেন, বিস্ফোরণের আগে কয়েক সপ্তাহ ধরে তিনি গ্যাসের গন্ধ পেয়েছেন।
newyork_m
আসলে রিভেরা নামে এক স্থানীয় জানান, জানালা দিয়ে ভবনের ভেতরে থাকাদের লাফ দিতে দেখেছি...তারা আমার প্রতিবেশী।

আরেকজন জানান, তিনি দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এতে তাদের দোকান কেঁপে উঠেছে।

মিচ আব্রু নামে এক স্থানীয় জানান, বিস্ফোরণের শব্দ মনে হচ্ছিল বুম..বুম..। এটি পুরো ব্লককে কাঁপিয়ে দিয়েছে।

তিনি বলেন, মনে হচ্ছে এটি দ্বিতীয় টুইন টাওয়ার ঘটনা।

বিস্ফোরণের পরপর হারলেমের গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়। সাময়িকভাবে বন্ধ রাখা হযেছে ভবনের পাশ দিয়ে যাওয়া রেললাইনে মেট্রোরেল চলাচল।

বাংলাদেশ সময়:  ২০২৩ ঘণ্টা/আপডেটেড: ২১২৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।