ঢাকা: নিখোঁজ হওয়া মালয়েশীয় বিমানের ‘ধ্বংসাবশেষ’ পাওয়ার দাবি করেছে চীন। দেশটির সরকারি ওয়েবসাইটে সংশ্লিষ্ট ছবিও প্রকাশ করা হয়েছে।
দক্ষিণ চীন সাগরে বড় আকৃতির তিনটি বস্তু ভাসতে দেখা গেছে বলে ওয়েবসাইটে বলা হয়।
এর মাধ্যমে নিখোঁজ বিমানের নতুন রহস্য খুঁজে পাওয়া যেতে পারে বলে মনে করছে চীন।
দেশটির সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, সবচেয়ে বড় ধ্বংসাবশেষটির আকার প্রায় ২৪ মিটার বাই ২২ মিটার।
মানচিত্রে ‘ধ্বংসাবশেষের’ স্থান হিসেবে মালয়েশিয়ার পূর্ব ও ভিয়েতনামের দক্ষিণ উপকূলে দক্ষিণ চীন সাগরের কথা উল্লেখ করা হয়েছে।
বিমানটি নিখোঁজ হওয়ার পরদিন রোববার ছবিগুলো তোলা হলেও চীনের বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইটে বুধবার ছবিগুলো প্রকাশ করা হয়।
এর আগে বুধবার দক্ষিণ চীন সাগরে নিখোঁজ হয়ে যাওয়ার কয়েক মুহূর্ত আগে মালয়েশিয়ার উড়োজাহাজের দেওয়া বার্তা প্রকাশ করেছে মালয়েশিয়া। মালয়েশিয়ার উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষের এক রেডিও বার্তার সাড়া দিয়ে এমএইচ ৩৭০ ফ্লাইটটি জানিয়েছিল ‘সব ঠিক আছে’ (অলরাইট)।
এ বার্তা দেওয়ার কয়েক মুহূর্ত পর রাডার থেকে হারিয়ে যায় ২৩৯ আরোহীবাহী উড়োজাহাজটি।
শুক্রবার দিনগত রাত স্থানীয় সময় ১২ টা ৪১ মিনিটে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ছেড়ে যায়। কিন্তু এর দু ঘণ্টা পর রাডার থেকে হারিয়ে যায় উড়োজাহাজটি।
ভিয়েতনাম উপকূলে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে ভিয়েতনামের নৌবাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানালেও পরে এর কোনো সত্যতা পাওয়া যায়নি।
এরপর চোরাই পাসপোর্ট ব্যবহার করে দুই ব্যক্তি ভ্রমণ করায় উড়োজাহাজটির নিখোঁজের পেছনে সন্ত্রাসীদের সংশ্লিষ্টতার আশঙ্কা জোড়ালো হয়। কিন্তু ওই দুই ব্যক্তির পরিচয় উন্মোচিত হলে মালয়েশীয় কর্তৃপক্ষ জানায়, তাদের সঙ্গে সন্ত্রাসীদের সঙ্গে সংশ্লিষ্টতা নেই।
সবশেষ জানা যায়, মাল্লাকা প্রণালিতে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ দেখতে পেয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষ। কিন্তু পরে মালয়েশিয়ার বিমান বাহিনীর প্রধান বিষয়টি অস্বীকার করেন।
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৪