ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের গ্যাস লিক হয়ে বিস্ফোরণ ও পরে ভবন ধসে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় এখনও অনেকে নিঁখোজ আছেন।
সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির হারলেমে একটি বহুতল ভবনে গ্যাস লিক করলে বিস্ফোরণ ঘটে। এতে করে ভবনটিতে আগুন ধরে যায়। এরপর পাশের আরেকটি ভবনে তা ছড়িয়ে পড়লে ভবন দুটি ধসে পড়ে।
এতে অন্তত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ৭৪ জন আহত হয়েছেন এবং অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন।
সংবাদমাধ্যম জানায়, এ ঘটনার পর ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
নিখোঁজের বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মী মিশেল পারেলা সংবাদমাধ্যমকে জানান, অন্তত নয়জন নিখোঁজের খবর তারা জানতে পেরেছেন। অপরদিকে, সংবাদসংস্থা রয়টার্স জানায়, তাদের কাছে চারজনের নিখোঁজের খবর রয়েছে।
নিউইয়র্ক সিটি মেয়র বিল ডে বাসিও সংবাদ সম্মেলনে জানান, বিস্ফোরণে দুটি ভবন বিধ্বস্ত হয়েছে এবং আশেপাশের অন্যান্য ভবনেরও ক্ষতি হয়েছে।
এখনো উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৪