ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতীয় কূটনীতিক দেবযানীকে মামলা থেকে রেহাই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৪
ভারতীয় কূটনীতিক দেবযানীকে মামলা থেকে রেহাই

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়োজিত ভারতীয় রাষ্ট্রদূত দেবযানী খোবরেজকে মামলা থেকে রেহাই দিয়েছেন মার্কিন আদালত।

বুধবার বিচারক শিরা স্কেইনডিন দেবযানীকে মামলা থেকে রেহাইয়ের আদেশ দেন।



আদালতের আদেশ জানার পর কুটনীতিক দেবযানীর বাবা উত্তম দেবযানী সংবাদমাধ্যমকে বলেন, ‘এটা আমাদের জন্য অত্যন্ত সুখের ব্যাপার। ’

তিনি বলেন, ‘আগাগোড়াই আমি বলেছি, দেবযানীর বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছে। ’

তবে দেবযানী খোবরেজের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

গত বছরের ডিসেম্বর মাসে ভিসা জালিয়াতি ও গৃহকর্মীকে কম বেতন দেওয়ার অভিযোগে মার্কিনি পুলিশ ভারতীয় কুটনীতিক দেবযানী খোবরেজকে গ্রেফতার করে ও বিবস্ত্র করে তল্লাশি করে অন্যান্য সাধারণ নারী কয়েদিদের সঙ্গে কারাগারে রাখে।

এ ঘটনার পর ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে টানাপোড়েন শুরু হয়। ভারত দেবযানীর নিঃশর্ত মুক্তিসহ এ ঘটনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ক্ষমা চাইতে বলে। অপরদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র জানায়, দেবযানীর মামলা চলবে।

পরে দেবযানীকে মুক্তি দেওয়ার পর এ বছরের জানুয়ারি মাসে তিনি ভারতে চলে আসেন। কিন্তু তার মামলা অব্যাহত থাকে।

অবশেষে বুধবার মার্কিন আদালত দেবযানীকে তার বিরুদ্ধে আনীত মামলা থেকে তাকে রেহাই দেন।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।