ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অখণ্ডতা রক্ষায় ইউক্রেনের পাশে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৪
অখণ্ডতা রক্ষায় ইউক্রেনের পাশে যুক্তরাষ্ট্র

ঢাকা: ইউক্রেন থেকে পৃথক হতে উপদ্বীপ ক্রিমিয়ার স্বাধীনতা ঘোষণাকে মানে না যুক্তরাষ্ট্র। আর রাশিয়ার সঙ্গে যোগ দেওয়া নিয়ে ক্রিমিয়া যে গণভোট হতে যাচ্ছে তাকে আন্তর্জাকি আইনের লঙ্ঘন হিসেবে ‍অভিহিত করেছে যুক্তরাষ্ট্র।



মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ভূখণ্ডগত অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইউক্রেনকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র।

ইউক্রেনের প্রধানমন্ত্রী আরসেনেই ইয়েৎসেনয়ুকের সঙ্গে বৈঠকের পর বুধবার হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে ওবামা বলেন, মস্কো যদি ক্রিমিয়া নিয়ে অবস্থান থেকে সরে না আসে তাহলে (মস্কোর) ‘ক্ষতি’ করতে বাধ্য হবে পশ্চিমারা।

ইয়েৎসেনয়ু বলেন, রাশিয়ার কাছে তার দেশ কখনও আত্মসমর্পন করবে না। মস্কোর সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত ইউক্রেন।

তিনি বলেন, ইউক্রেন পশ্চিমা বিশ্বের ‍অংশ হিসেবে আছে এবং থাকবে।

ইউক্রেন থেকে পৃথক হয়ে  রাশিয়ার সঙ্গে যোগ দিতে রোববার ক্রিমিয়ায় রোববার গণভোট হবে।

গণভোট প্রক্রিয়াকে ত্বরানিত করতে গত সপ্তাহের মঙ্গলবার স্বাধীনতা ঘোষণা করে ক্রিমিয়ার আঞ্চলিক পার্লামেন্ট।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।