ঢাকা: ভারতের মুম্বাইয়ে আম আদমি পার্টি (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার মুম্বাইয়ের একটি বিমানবন্দরে হট্টগোল সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে বিমানবন্দর পুলিশ।
মুম্বাই বিমানবন্দর থানার পুলিশ কর্মকর্তা সুখদেব চ্যাভেন এই মামলা করেন। তবে কেজরিওয়াল এ অভিযোগ অস্বীকার করেছেন।
কেজরিওয়াল এ ঘটনার জন্য মিডিয়াকে দায়ী করেছেন। তিনি এটাকে মিডিয়ার ‘তামাশা’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, আমার দলের লোকজন স্থানীয় ট্রেন ভ্রমনের সময় হট্টগোলের জন্য দায়ী নয়।
মিডিয়া টাকা খেয়ে বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদির হয়ে কাজ করছে বলে তিনি অভিযোগ করেন। তিনি করজোড়ে মিডিয়াকে তার সম্মানহানি না করার আহ্বান জানান।
এর আগে কেজরিওয়াল ও সফরসঙ্গীদের বহনকারী অটোরিকশাচালককে জরিমানা করে মুম্বাই পুলিশ।
অটোরিকশায় তিনজনের বেশি যাত্রী বহন করে মোটরযান আইন ভঙ্গ করার দায়ে চালককে জরিমানা করা হয়। বিমানবন্দর থেকে অটোরিকশায় করে আন্ধেরি রেলওয়ে স্টেশনে যান তারা।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৪