জাতিসংঘ: উত্তর কোরিয়ার অন্তত একটি গোপন পরমাণু কেন্দ্র রয়েছে বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক প্রতিবেদন পেশ করেছেন পর্যবেক্ষকরা। তারা উত্তর কোরিয়ার ওপর অবরোধ আরোপের আহবান জানিয়েছেন।
কূটনীতিকরা বলেন, প্রতিবেদনে জানানো হয়, ১৯৯০ সালে পরমাণু কেন্দ্র চালু করা হয়। এ নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কয়েক দিনের মধ্যেই আলোচনা করা হবে।
গত নভেম্বরে মার্কিন বিজ্ঞানী সিগফ্রিড হেকারের তথ্যপ্রমাণের ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। তিনি একবার ওই গোপন স্থাপনা পরিদর্শনে গেছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন কূটনীতিক বলেন, গোপন পরমাণু কেন্দ্র প্রতিষ্ঠায় উত্তর কোরিয়া বৈদেশিক সাহায্য পেয়েছে।
উত্তর কোরিয়া পরমাণু বোমা তৈরির চেষ্টা করা হচ্ছে এমন সন্দেহে জাতিসংঘের উচ্চ পর্যয়ের একটি বিশেষজ্ঞ দল দুইবার সিউল পরিদর্শনে যান। তারা উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য পরামর্শ দিয়েছেন।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রসহ জাতিসংঘের নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য উত্তর কোরিয়ার ওপর কঠিন অবরোধ আরোপের পক্ষে ১০টি সুপারিশ করেছেন।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১১